ডেস্ক রিপোর্ট: কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশন’র ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোগলটুলী নিবাসী সদ্য প্রয়াত সৈয়দ আবির আহমেদ ফটুর স্মরনে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী এবং ভূতপূর্ব পুরাতন চৌধুরীপাড়া কালীবাড়ি মন্দিরে সোমবার (৬ সেপ্টেম্বর) সনাতন ধর্মের নেতৃবৃন্দদের আয়োজনে প্রার্থনা অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ করা হয়েছে।
এসময় অজিতগুহ কলেজের সাবেক জিএস ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য বাবু সঞ্জয় রায়, তরুন সমাজকর্মী সৈয়দ রায়হান আহমেদ, ইঞ্জিনিয়ার কিশোর, সমাজসেবক আবু ইউসুফ বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াহিয়া মজুমদার, নিমু চন্দ্র দাস, অজয়, টিটু, ছাত্রনেতা প্রিতুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রয়াত কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটুর বড় সন্তান তরুন সমাজকর্মী সৈয়দ রায়হান আহমেদ মন্দিরের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আরো পড়ুন: