কুমিল্লা জেলা প্রশাসকের বাজার পরিদর্শন
কুমিল্লায় রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর নগরীতে বাজার মনিটরিং করেছেন। মঙ্গলবার তিনি নগরীর রাজগঞ্জ ও নিউ মার্কেট এলাকায় মাছ, সবজি ও মশলার বাজারসহ আরো কয়েকটি বাজার মনিটরিং করেন।
এসময় তিনি বলেন, রমজানে কোন ব্যবসায়ী যদি অধিক দামে পন্য বেচাঁ-কেনা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পুরো রমজানে বাজার মনিটরিং ও উপজেলা পর্যায়ে ২ টি টিম ও জেলা সদরে ৭ টি টিম কাজ করছে বলেও জানান তিনি। কোনভাবেই দ্রব্যমুল্যের দাম রমজানকে কেন্দ্র করে বাড়ানো যাবে না।বাজারে সকল পন্যই পর্যাপ্ত পরিমানে রয়েছে বলেও জানান তিনি