মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়া।
কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়ন পরিষদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হালিমা খাতুন মহিলা মাদ্রাসা ও হুজ্জাজ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে হিফজুল কোরআন সম্পন্ন কারীদের মাঝে পাগড়ি প্রদান করা হয়
অত্র প্রতিষ্ঠানসমূহের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রাধন অথিতি কালীর বাজার ইউপির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মোঃ সেকান্দর আলীর উপস্থিতিতে, হাফেজ তামীম আহাম্মেদের সঞ্চানলায় স্বাগতম বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন।
এসময় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক আবু মুছা, আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি মোঃ ফয়েজ মুন্সি, কক্সবাজার জেলার মানবিক সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন আদনান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে মোট ৩জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান ও মিশকাত জামাত সমাপনী ৮জন ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে বিদায় করা হয়।
উল্লেখ্য, মাদ্রাসাটি ১৬জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত। মাদ্রাসায় নূরানি, হিফ্জ, নাযেরা, কিতাব বিভাগ এবং নাযেরা বিভাগে বাংলা, অংক, ইংরেজি ও উর্দূ বিষয়ে শিক্ষার ব্যবস্থা রয়েছে।
বর্তমানে মাদ্রাসায় মোট ৩৫০জন শিক্ষার্থী রয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।