কুমিল্লায় মায়ের চোখের সামনে পানিতে ডুবে ২ সন্তানের মৃত্যু
এইচ এম মহি উদ্দিন, কুমিল্লাঃ
ভাই বোন একসাথে খেলাধুলা শেষ করে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। অপরদিকে মায়ের মন খানিকটা সময় সন্তানদের চোখের আড়াল হওয়ায় খুঁজতে আসলো সেই পুকুর পারে।এসেই চোখে পড়ল এক অনাকাঙ্ক্ষিত মর্মাহত বাস্তব দৃশ্য দুইটি সন্তান এর ভেসে যাওয়া দেহ।
তাৎক্ষণিক বুকফাটা আত্ম চিৎকার এর মধ্যে বেহুশ মা। বলতেছিলাম কুমিল্লায় ঘটে যাওয়া এক মর্মান্তিক মৃত্যু সংবাদ। কুমিল্লায় পানিতে ডুবে মীম আক্তার ও সাব্বির রহমান নামে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ভাই-বোন ওই গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের সন্তান। বরুড়ার থানা পুলিশের ওসি আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নারায়ণপুর গ্রামের মামুন মেম্বারের বাড়ি সংলগ্ন একটি পুকুরে মীম আক্তার (৯) ও সাব্বির রহমান (৭) গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়িতে না দেখে মা দুই সন্তানকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ওই পুকুর পাড়ে যাওয়ার পর তিনি দেখতে পান দুই সন্তানের মরদেহ পানিতে ভাসছে। তার চিৎকারে আশপাশের লোকজন ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে তাদের দাফনের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আরো পড়ুন: