কুমিল্লা থেকে মহিউদ্দিন সরকার।।
কুমিল্লায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক নামে এক চোরাকারবারি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় মেইন পিলার ২০৮০ হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালুয়াপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির হাবিলদার আঃ মান্নানের নের্তৃত্বে অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়। নিহত মাদক ব্যবসায়ী আবদুল মালেক জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। ঘটনাস্থল থেকে ২৯ হাজার ৮৬০ পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
আরো পড়ুন: