মোহাম্মদ জানে আলমঃ
সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বৈধ অবৈধ যানবাহন তল্লাশি সহ ব্লক রেইড দিয়ে বিভিন্ন অপরাধী গ্রেফতার অভিযান চলমান রয়েছে। তারই ফল স্বরূপ গতকাল দিবাগত রাতে ২২, ২৬ ও ২৭ নং ওয়ার্ড সহ আশেপাশের এলাকায় পুলিশের ০৩ টি টিম ব্লক রেইড দিয়ে ১২ টি গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক ১২ জন আসামি গ্রেফতার করেছে। তাদেরকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া গতাকাল ১৩ টি মোটরসাইকেল তল্লাশি করে বিভিন্ন অপরাধে চালকদের কাছ থেকে ৩৫,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচন পর্যন্ত উভয় অভিযান চলমান থাকবে।