কুমিল্লায় অর্ধ মোন গাঁজাসহ র্যাবের হাতে আটক মাদক কারবারি
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিন উপজেলার গোবিন্দপুর সড়কে বৃহস্পতিবার ভোররাতে র্যাবে ১১ সিপিসি ২এর অভিযানে অর্ধ মোন (২০কেজি) গাঁজাসহ মিজানুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। গাঁজা সহ আটক মাদক ব্যবসায়ী সদর দক্ষিণ থানার মথুরাপুর উত্তর পাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে বলে জানা গেছে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার বলেন, আটক মাদক ব্যবসায়ী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
গতকাল গোপন খবরে জানতে পারি মিজানুর রহমান বৃহস্পতিবার ভোররাতে মাদকের একটি চালান পাচার করবে। এমন সংবাদের র্যাবের একটি দল আসামীকে হাতেনাতে ধরতে অভিযানে নামে। কমলাপুর টু গোবিন্দপুর পাকা সড়কের মাথায় মাদক ক্রয় বিক্রয়ের জন্য অপেক্ষমান মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে ২০ কেজি গাঁজা, মাদক বিক্রির টাকা ও একটি মোবাইলসহ আটক করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা এনে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ভাবে সরবরাহ করতো। মাদক নির্মূলে র্যাবের সকল সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে।
আটককৃত মাদক কারবারির নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আরো পড়ুন: