কুমিল্লার হোমনা উপজেলার চম্পক নগরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
—————————————————
কুমিল্লার হোমনা উপজেলার চম্পক নগরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
মৎস্য চাষি মোঃ বাবুল জানান, তিনি স্হানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন এর কাছ থেকে তিন শত শতাংশ জায়গা মাছ চাষের জন্য লীজ নেন এবং
এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষের মাধ্যমে পরিচর্যা করে আসছিলেন।
২৬ আগস্ট সোমবার রাতে তিনি খামার এলাকায় বিষ এর গন্ধ অনুভব করে খুঁজাখুঁজি করে দুইটি বিষাক্ত ঔষধের বোতল দেখতে পান।
এরই মাঝে ছোট – বড় মাছ মরে ভেসে উঠতে থাকে, মঙ্গলবার সকালে এই এলাকার লোকজন দেখার জন্য ঘটনাস্হলে ভীর জমাতে থাকে।
বাবুল জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী শহিদ মিয়া ও নবী হোসেন ৫ দিন পূর্বে তাকে পথের ফকির বানানোর হুমকির পর মাছ মারার ঘটনা ঘটেছে।
তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।