কুমিল্লার হোমনায় মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার.
বিবিসি বার্তা ডেস্কঃ
কুমিল্লার হোমনায় নবম শ্রেনীর এক মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার। থানায় মামলা করায় ধর্ষিতার বাবা মাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ধর্ষকের বিরুদ্ধে। মামলা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টার সময় নবম শ্রেনীর এক মাদ্রাসার ছাত্রী জমিতে তার বাবাকে খাবার দিয়ে ফেরার পথে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দাড়িগাও গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে সুমন সরকার ছাত্রীটিকে জোর পূর্বক তুলে নিয়ে ভংগারচর রজ্জব আলী মাষ্টারের কাঠ বাগানে নিয়ে ধর্ষন করে। এ ঘটনা জানাজানি করলে হত্যার হুমকি দিয়ে শাষিয়ে চলে যায়। এ ঘটনা জানা জানি হলে ভাথাভাঙা ইউনিয়নের দলীয় নেতাদের ধারা ঘটনা দামাচাপা দেয়ার চেষ্টা করে। পরবর্তীতে শনিবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করে। মামলা নং-৪, তাং-৪/৫/১৯ ইং। জানা গেছে, ধর্ষক সুমন সরকার এলাকার একজন চিহৃিত শীর্ষ মাদক ব্যবসায়ী। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক এবং নারী নির্যাতনের মামলা রয়েছে। এ দিকে একাধিক মামলার আসামী ধর্ষক সুমন সরকারের ভয়ে ভংগারচর সহ আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ আতংকিত। হোমনা থানায় কালো তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ধর্ষক সুমন কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য্র ্র্রএলাকাবাসি।্র
আরো পড়ুন: