মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
‘এখনই সময় শপথ করার, মাদকমুক্ত সমাজ গড়ার’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশনের উদ্যোগে একযোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের। এসময় তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার রাখার আহবান জানান। একই দিন নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম মডেল কলেজ, নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীমুড়া কামিল মাদ্রাসা, নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, আল আমিন ইনস্টিটিউট, নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, উত্তরদা উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বরইগাঁ বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি, কর্মসূচি বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক শামীম আহমেদ, সদস্য রকিবুল হাসান শান্ত, পারভেজ হোসেন প্রমুখ।