কুমিল্লার লাকসামে কনফেকশনারী দোকানে আকস্মিক অগ্নিকান্ড
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আকস্মিক অগ্নিকান্ডে এক মুদি ও মনোহরী দোকান পুড়ে গেছে। লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২১ জুলাই দিবাগত রাত ১১ ঘটিকার সময় দোকান বন্ধ করে বাসায় যান লাকসাম বাইপাস এলাকার মেসার্স নাহিদ এন্টারপ্রাইজের মালিক নাহিদ। আনুমানিক রাত সাড়ে ৩ ঘটিকার সময় নাইটগার্ড সাইফুল ইসলাম তাকে কল করে জানান দোকানে আগুন লেগেছে। অগ্নিকান্ডে দোকানের ভিতরের থাকা যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নেভায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আকস্মিক অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক নাহিদ। এ ঘটনায় লাকসাম থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।