স্টাফ রিপোর্টার:
লাকসামে স্কুলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আম দেয়ার লোভ দেখিয়ে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবারে ছাত্রীর পিতা বাদি হয়ে অভিযোগ দায়ের করলে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করে থানা পুলিশ। ধর্ষক হৃদয় হোসেন (২১) লাকসাম পৌরসভার পশ্চিমগাও ঠাকুরপাড়া এলাকার মনসুর আলীর ছেলে। বর্তমানে ওই ছাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ১৪ মে সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে পশ্চিমগাও ঠাকুরপাড়া এলাকায় আসলে হৃদয় হোসেন নামে এক যুবক ওই ছাত্রীকে আম দেয়ার লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর শোর চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। ৩ দিন পর আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ধর্ষণকারীকে আটক করে বুধবার সকালে কুমিল্লার আদালতে প্রেরণ করেন। লাকসাম থানা ওসি মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো পড়ুন: