কুমিল্লার মনোহরগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের ৭ হাজার ৯ শত ৫১ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে ১৫ কেজি হারে চাল বিতরণ করা হয়।।
বুধবার ইউনিয়ন ভিত্তিক চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মোঃ সায়েদুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, সরসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণ, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।