কাতারে আল আতিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শ্রমিক।তাদেরকে আশস্কাজনক অবস্থা হসপিটালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে লিটন(২০) নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি জামালপুরের মাদারগন্ঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামে।বাবার নাম মৃত মোকাদ্দেস ফকির।তিনি দুই বছর আগে জীবিকার সন্ধানে কাতারে আসেন ।
বৃহস্পতিবার লিটনের বড় ভাই মোনারুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে কাতার থেকে তাকে ফোন করে বাস দুর্ঘটনায় লিটনের নিহতে খবর জানান।
পরে মোনারুল কাতারপ্রবাসী তার খালাত ভাই রফিকুল ইসলামের কাছে ফোন করে লিটনের নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেন। ওই দুর্ঘটনায় টাঙ্গাইল ও যশোর জেলার আরও দুই শ্রমিক নিহত হয়েছে। তবে তাদের ঠিকানা পাওয়া যায় নি।