September 24, 2021, 6:47 am

#

কর্ণফুলীতে ১৭ মামলায় সাড়ে ২৩ হাজার জরিমানা, দোকান সিলগালা

শাহানাজ পারভিন ,চট্টগ্রাম: চট্টগ্রাম কর্ণফুলীতে সরকার ঘোষিত লকডাউন (বিধিনিষেধ) অমান্য করায় ১৭ মামলায় ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা ও ১টি কম্পিউটার দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সুত্র জানায়, লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় নিয়ম অমান্য করে খোলা রাখায় একটি দোকান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া, মাস্ক না পড়া ও মোটরসাইকেলে যাত্রী পরিবহনসহ নানা অনিয়মের দায়ে মোট ১৭ মামলায় ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে থাকা ইউএনও শাহিনা সুলতানা বলেন, ‘সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় অনিয়ম দেখলেই জরিমানা কিংবা সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’ জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে ২৩ জুলাই থেকে ০৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরিসেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০