শাহানাজ পারভীন, চট্টগ্রামঃ- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের মাক্স বিতরণ কার্যক্রম ২৩ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০ ঘটিকায় নগরীর হালিশহর বাসষ্ট্যান্ড থেকে কার্যক্রম শুরু হয়ে ফইল্যাতলী বাজার, বি ব্লক, এস ক্লাব মোড়ে গিয়ে মাস্ক বিতরণ সম্পন্ন হয়। মাস্ক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ তাঁতী লীগ পাহাড়তলী থানা শাখার তথ্য ও প্রকাশনা সম্পাদক, দৈনিক নয়া বাংলা পত্রিকার রিপোর্টার সাংবাদিক আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক পত্রিকা জনতার দলিল এর সহ-সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), জাগ্রত প্রতিদিন পত্রিকার আকবরশা থানা প্রতিনিধি ফয়সাল উদ্দীন রনি প্রমুখ। মাস্ক বিতরণ কালে রিকশা চালক আতিউর রহমান বলেন, করোনা কালে আমাদেরকে কেউ এ পর্যন্ত কিছুই দেয়নি, আপনারাই সর্বপ্রথম আমাদের এই মাক্স বিতরণ করলেন, অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আপনাদেরকে। আরেকজন ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, এই ধরনের কার্যক্রমে আমরা খুবই সন্তুষ্ট তবে, এ কার্যক্রম যেন চলমান থাকে এই দাবিটা জানাচ্ছি আপনাদের মাধ্যমে।
আরো পড়ুন: