ও পাখি রে এ এ
——–নিপা শিকদার
পাখিটাকে মনের খাচায়
আটকে রেখেছিলাম
শত চেষ্টা করেও তাকে পোষ
মানাতে পারিনি।
মাস গুটি পার হতেই
সুযোগে বুঝে পাখিটি ফুড়ুৎ।
অবশেষে বুঝলাম
বন্যরা বনে মানায়
ভালবাসার খাঁচায় তাকে
কখনো আটকে রাখা যায়না।
ও পাখি রে এ
তুই আমার মনের ভাষা বুঝলি না…
আমার এ মন তোর জন্য
কেঁদে মরে সারাক্ষণ।
যেদিন তুই বুঝবি পাখি
সেদিন আর আমার খাঁচায়
তোর বসত হবেনা।