ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশ থেকে ডেঙ্গু দূর করা সম্ভব- মেয়র আতিকুল
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসির) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সামাজিক আন্দোলন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে ডেঙ্গু দূর করা সম্ভব। মশক নিধন কর্মীদের সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস যুক্ত করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী সোমবার (৫ আগস্ট) থেকে ডিএনসিসির বেশিরভাগ কর্মী জিপিএস ডিভাইসের আওতায় কাজ শুরু করবে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর উত্তরার আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী সোমবার থেকে বেশিরভাগ মশক নিধন কর্মীদের সঙ্গে জিপিএস ট্র্যাকার থাকবে। তাই মশক নিধন কর্মীদের কাজ নিয়ে আর সন্দেহের সুযোগ থাকবে না। মেয়র আরও বলেন, সামাজিক আন্দোলন এবং সকলের সার্বিক প্রচেষ্টার মাধ্যমেই দেশ থেকে ডেঙ্গু দূর করা সম্ভব। তৃণমূল থেকে কাজের জন্য প্রতিটি ওয়ার্ডকে ১০ভাগে ভাগ করে স্ক্যানিং করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো: জাহিদ আহসান রাসেল (এমপি), সচিব ড. জাফর উদ্দিন আহমেদসহ ডিএনসিসি উত্তরের বিভিন্ন কর্মকর্তাগন ।
আরো পড়ুন: