মাহফুজ বাবু;
দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনাটি ঘটে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্রামে। আর এই সেই কুখ্যাত হত্যাকারী, শ্রীকাইলের মানুষ যার নাম শুনলেই ভয় পায়। কুখ্যাত ডাকাত ও খুনী আজিজ আহমেদ (৩৫) প্রকাশ ফুল মিয়া। দীর্ঘ দিনের আন্তরিক চেষ্টা আর অভিনব কৌশলে বাঙ্গরা বাজার থানার চৌকস এসআই নুরুল আলম ও তার টিমের আরেকটি সফল অভিযান। অভিযানের বিবরনে জানা যায়, দুদিন এনজিও কর্মী সেজে মৌলভীবাজার জেলার জুড়ী থানা এলাকায় অবস্থান করে এস আই নূরুল আলম। কামেনি বাজার থেকে প্রথমে আসামীর মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এসময় অল্পের জন্য পালিয়ে যায় একাধিক ডাকাতি ও খুনের প্রধান এ আসামী ধূর্ত ডাকাত ফুলমিয়া । এরপর গতকালই সিলেট থেকে খবর পান আসামী কুমিল্লা সদর দক্ষিণে অবস্থান করছে। অপেক্ষা না করে সঙ্গীদের নিয়ে এস আই নুরুল আলম রওয়ানা হন কুমিল্লায় । ২৬শে এপ্রিল বিকেলে কুমিল্লা মেডিকেল এলাকা থেকে অভিনব কায়দায় অভিযানে নামেন আবারো। হাল ছাড়তে নারাজ সাহসী ও দক্ষ অফিসার লেবাস বলদে ধরেন হকারের সাজ। হকার সেজে সহোযোগি ফোর্স নিয়ে সক্ষম হন দুর্ধর্ষ এ খুনিকে গ্রেফতারে। দুর্ধর্ষ এ ডাকাত ও খুনি ফুলমিয়ার বিরুদ্ধে ডাকাতি ও খুন সহ গুরুতর অপরাধে ৭টি মামলা রয়েছে বাঙ্গরা ও মুরাদনগর থানায় । উল্লেখ্য গত ২৭/৪/১৮ইং বাঙ্গরা থানার শ্রীকাইল গ্রামে দিনে দুপুরে একজনকে কুপিয়ে হত্যা ও একজনকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আরো পড়ুন: