March 27, 2023, 7:48 am

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

এবার পুলিশ অফিসারের কাছে পাওয়া গেল ১১০ পিস ইয়াবা

এম এ কাদের অপুঃ

১১০ পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নড়াইল সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের নাকশী-মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে নাকশি-মাদরাসা বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় ১১০ পিস ইয়াবাসহ নড়াইল সদর থানা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার মানিক চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নড়াইল হয়ে খুলনার দিকে যাচ্ছিল।

নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১০ পিস ইয়াবাসহ নড়াইল সদর থানা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে মানিকের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মানিক দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নড়াইলসহ খুলনা ও আশপাশের বিভিন্ন জেলায় মাদকের ডিলারদের কাছে সরবরাহ করে আসছিলেন। ইয়াবা বিক্রির পাশাপাশি নিয়মিত বিভিন্ন প্রকার মাদক সেবন করতেন তিনি। পুলিশের লোক হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ করতে কেউ সাহস পেত না। নড়াইলে কর্মরত থাকা অবস্থায় যশোর ও বেনাপোল থেকে ফেনসিডিল এবং মাদক বহনকারী গাড়িকে কালনা ঘাট দিয়ে নিরাপদে পৌঁছে দিতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নড়াইল থেকে বদলি হয়ে অন্য জায়গায় যাওয়ার পর সেখানেও মাদক বেচাকেনায় জড়িয়ে পড়েন মানিক।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১