বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে একটি আধুনিক মসজিদ। বেশ কিছুদিন আগে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন আব্দুল কাদির মোল্যা। তখন জানানো হয়, খুব শীঘ্রই এর কাজ শুরু হবে,সেই কথা অনুযায়ী গতকাল এফডিসিতে এই আধুনিক মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
এ উপলক্ষে গতকাল (রবিবার) বাদ আসর এফডিসির অস্থায়ী মসজিদে মিলাদের আয়োজন করা হয়। মিলাদের পর অভিনেতা সনি রহমান গণমাধ্যমকে বলেন, ‘আজ থেকে এফডিসিতে আমরা মসজিদের কাজ শুরু করেছি। পবিত্র শবে বরাতে মসজিদ নির্মাণের কাজ শুরু করতে পেরে ভালো লাগছে আমার। সকাল থেকেই মসজিদটির নকশা অনুযায়ী কাজ শুরু হয়েছে। এই মসজিদ নির্মাণ শেষ হতে প্রায় দুই বছর লাগবে।
তিনি আরো বলেন, ‘আমরা এফডিসি থেকে আবদুল কাদির মোল্লার কাছে যে মসজিদটি চেয়েছিলাম তাঁ বাজেট ছিল সোয়া দুই কোটি টাকার মতো। গত বছরের ডিসেম্বরে মোল্লাহ সাহেব এফডিসিতে এসে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। সেদিন অভিনেত্রী নাসরিন একই মসজিদে মহিলাদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থা চান। বিষয়টি মেনে নিয়ে আবারও নকশা করেন তিনি। এখন সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি তিনি এফডিসিকে দান করছেন।
আরো পড়ুন: