এক ফুলশয্যার রাতে স্বামী স্ত্রী ফেসবুকে তাদের
প্রেমিকের সাথে শেষ চ্যাটিং..
শের ই গুল
………………..
ছেলে : সোনা শেষ বারের মত বলি আই লাভ ইউ আর আমি বলতে পারবো না, আর পারবো না তোমার সাথে প্রেম ট্রেম করতে আজ আমাদের ফুলশয্যার রাত বউ কে আমি কখনও ধোকা দিতে পারবো না তুমি আমাকে ভুলে যাও
মেয়ে : আরে আমি ও তাই বলতে চাই !!
আমিও সবকিছু ভুলে যেতে চাই !!
এই তো আমার সামনে আমার বর বসে !!
আমি আমার বর কে ধোকা দিতে চাই না !!
তুমিও আমাকে ভুলে যাও প্লিজ
ছেলে : একটা কথা বলবো তোমায় ?
মেয়ে : হুম বলো কি কথা
ছেলে : শেষ বারের মতো একটু কথা বলতে চাই
ফোনে !! কিছু মনে করো না প্লিজ
মেয়ে : আচ্ছা করো কিন্তু বেশিক্ষন না !!
ছেলে : করছি তা হলে !!
মেয়ে : আরে করো যলদি
তারপর যা ঘটল ..
ছেলে ফোন করলো আর পাশে বসে থাকা
বউ ফোন উঠালো ….
ফেসবুকে দুজনের মধ্যে না দেখা দেখি ভালোবাসা
আজ এক্কেবারে দুজন দুজনের সামনা সামনি !!
দুজন দুজনকে দেখে থমকে উঠলো….
বোধ হয় আল্লাহ এই ইচ্ছে ছিল !!!!!!
যারা নিজেদের মধ্যে একবারও দেখেনি
আজ তারা ফুলশয্যার রাতে জানতে পারলো
তারাই ছিল দুজন দুজনের প্রেমিক…