একসঙ্গে তিন ফুটফুটে কন্যার জন্ম দিলেন এক মা
গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিতু আক্তার বাবলী নামের এক মা। তিনি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র মেহেদী হাসান অরফে রকি মিয়ার স্ত্রী।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে সিজারের মাধ্যমে বাচ্চা ৩টি প্রসব করানো হয়। ৩ শিশু-সন্তানসহ মা সুস্থ আছেন।
এ ব্যাপারে প্রসূতির স্বামী তিন কন্যার বাবা রকি মিয়া জানান, এক সঙ্গে ৩টি কন্যা সন্তানের পিতা হতে পেরে খুবই খুশি তিনি। সন্তানসহ সন্তানের মা সুস্থ থাকায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্মের এ চাঞ্চল্যকর ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাহাসপাতালে শিশুদের দেখতে জান, ছিলিমপুর মেডিকেল কলেজ ফাঁড়ীর এস আই আব্দুল আজিজ মন্ডল।