March 28, 2023, 2:21 am

#
ব্রেকিং নিউজঃ
লালমাইয়ে জুতা পায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ইউএনও!বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উনি অন্য কোন মেহমান নন উনি হলেন একজন ধর্ষণকারী মেহমান।

উনি অন্য কোন মেহমান নন উনি হলেন একজন ধর্ষণকারী মেহমান।

নাম মোঃ সুমন, পিতা: মোঃ সাফিউদ্দিন, ৩৩ সেনপাড়া পর্বতা (মানিক মিয়ার বাড়ি), থানা: কালরুল, মিরপুর, ঢাকা এই ঠিকানায় থাকেন মানে আমার খুব নিকটে থাকেন। আর স্থায়ী ঠিকানা: গ্রাম কলাদিয়া, থানা পাকুন্দিয়া, জেলা কোশোরগঞ্জ।

তিনি অনেক বড়ো মাপের মানুষ তাই তিনি উনি করে বলছি কিছু মনে করবেন না।

আজ সন্ধ্যায় আনুমানিক রাত আটটার দিকে পাশের দোকানদার মোজাম্মেলের মেয়ে মিম বয়স (৮) তিনি ধর্ষণ করার উদ্দেশ্যে আমার পাশের বিল্ডিং এর সিঁড়ি ঘরে জোর করে নিয়ে তাকে বিবস্র করে ফেলে। মিমের ডাক চিতকারে আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে খোঁজাখুজি করে মেয়েটিকে তার হাত থেকে উদ্ধার করে। এমতাবস্থায় ক্ষিপ্ত জনতা একটু উওম মাধ্যম দিয়েছেন। আমাকে এলাকার লোকজন ফোন দিলে আমি গিয়ে কাফরুল থানায় ওসি সাহেবকে ফোন দিয়ে ওনাকে তাঁদের হাতে তুলে দেই।

লজ্জার বিষয় হলো পুলিশের ফোর্স দারোগার সাথে থাকা কন্সটেবল সাহাবুদ্দিন বলেন এমন করেছেন মেরে তাকে আমরা কি ভাবে এই ভাবে থানায় নেবো? আমাকে বলেন আপনি হিউম্যান রাইটসের চেয়ারম্যান আপনার বিবেক কি বলে? আমি উওর করলাম আপনি আসছেন ধর্ষকের পক্ষে চাটুকারীতা করতে নাকি ধর্ষকের বিরুদ্ধে আইনের ব্যাবস্থার সহযোগিতা করতে? আরো বললাম আমার বিবেক বলছে আপনিও ধর্ষক তাই তার পক্ষে কথা বলছেন।

যাক রোজা রেখে ক্লান্ত লাগছিলো না হয় বিষয়ে একটু দেখতাম। শেষমেশ পুলিশের হাতে তুলে দিয়ে এই মাত্র বাসায় ফিরলাম। আমি না থাকলে হয়তো ধর্ষককে মাইরের দায়ে এলাকা বাসীকেই পুলিশ তুলে নিয়ে যেতো হায়রে পুলিশ।

আমার কথা একটাই কোন ধর্ষকের পক্ষে কথা বলার সুযোগ নেই।

চেয়ারম্যান
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১