উত্তরায় কথিত সাংবাদিক ইয়াবা সহ আটক!
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মিজানুর রহমান মনা (২৬), নামের এক তথাকথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ । গ্রেপ্তারকালে তার হেফাজত থেকে ১হাজার ৯৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । উত্তরার ১০নং সেক্টর (সুইচগেট) এলাকা থেকে গতকাল দুপুরে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে । এসময় তল্লাশি করে তার ব্যবহারিত ক্যামেরার ভিতর অভিনব কায়দায় রাখা ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২২ নম্বর সড়কের ১৭ নম্বর ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে, আরও ১হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তথাকথিত সাংবাদিক ফরিদপুর জেলার, ভাঙ্গা থানার, শদরদী রায়পাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে । সে দীর্ঘ দিন ধরে উত্তরা ও তুরাগের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন ধরণের অবৈধ ব্যবসা করত বলে জানিয়েছে পুলিশ । এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে মিজান দীর্ঘ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল। সে কক্সবাজার ও টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন জায়গায় তা বিক্রি করত । ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র শাহা বলেন, তথাকথিত সাংবাদিক মিজান নিজেকে দৈনিক নবচেতনার স্টাফ রিপোটার, মানবাধিকার সংগঠন মাস মিডিয়ার সেক্রেটারী ও আলোকিত সময় পত্রিকার খিলক্ষেত থানা প্রতিনিধি বলে দাবি করেছে এবং তার কাছ থেকে এসব পত্রিকা ও মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে । সে সাংবাদিকতার পরিচয়ের অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল । এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান। একটি সূত্রে জানা যায়, আটককৃত মিজানের নেতৃত্বে তুরাগ ও উত্তরায় ৫/৭ জনের একটি চক্র নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মটর সাইকেল যোগে ইয়াবা ব্যবসা সহ নানান ধরণের অপরাধ মুলক কর্মকা- করে আসছে । এদেরকেও ধরে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী ।