উত্তরার ফুটপাতের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ডিএনসিসি
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর উত্তরার ফুটপাতে অবৈধ স্থাপনার দখল হতে সড়ক ও ফুটপাত উদ্ধার করতে উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) । গতকাল দুপুর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরার সোনারগাঁও জনপথ থেকে অভিযান শুরু হয়। পরে ১৩ নম্বর সেক্টর হয়ে ৭ নম্বর ব্রিজের উপর দিয়ে রাজলক্ষ্মী এলাকায় আসে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এসময ফুটপাতের দুপাশে গডে ওঠা অবৈধ স্থাপনা গুঁিডযে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোযার। যদিও অভিযানের খবর আগেই পেয়ে অনেক অবৈধ দখলদাররা তাদের অস্থাযী স্থাপনা নিজেরাই গুটিযে নিযেছে। উচ্ছেদ অভিযানের বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ২২ সেপ্টেম্বর থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হবে। অভিযানে আমরা এক-একটি এলাকা ধরে উচ্ছেদ অভিযান পরিচালনা করব, ওই এলাকার ফুটপাত যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। সেক্ষেত্রে এক এলাকায় যদি আমাদের ৫-১০ দিনও লাগে আমরা তা করব। উত্তরা এলাকায় যেসব সড়ক-ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে (ডিএনসিসি সূত্র মতে) অঞ্চল-১ এর ১ নম্বর ওয়ার্ডে সোনারগাঁও জনপথ রোড, সাত নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোড, রবীন্দ্র সরণি, ঢাকা ময়মনসিংহ সড়কের উভয় পার্শ্ব, জসিমউদ্দীন এভিনিউ, গাউসুল আজম এভিনিউ, ৭ নম্বর সেক্টরের ২৭ নাম্বার রোড, ঈশা খাঁ এভিনিউ, আলাউল এভিনিউ, শাহজালাল এভিনিউ, ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড, গরীবে নেওয়াজ এভিনিউ, বেড়িবাঁধ রোড (সেক্টর-৮), ৩ নম্বর সেক্টরের দুই নাম্বার রোড, ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোড, সেক্টর ১০ রানাভোলা রোড, লেকপাড় রোড (সেক্টর-৭), ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর রোড, ১০ নম্বর সেক্টরের ১২/এ নম্বর রোড, কাঁচা বাজার মোড (সেক্টর ১২), ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড, ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড (ফ্রেন্ডস ক্লাব), ১১ নম্বর সেক্টরের ১০/বি নম্বর রোড, ৭ নম্বর সেক্টরের ৩৪ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড, ১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের কাঁচা বাজার রোড, ১ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড এবং শাহমুখদুম রোড এলাকার সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
আরো পড়ুন: