March 23, 2023, 8:13 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্নে করতে পুলিশের কার্যক্রম:

ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্নে করতে পুলিশের কার্যক্রম:

অন্যান্য সময় চাঁদপুর লঞ্চঘাট দিয়ে প্রতিদিন বিশ হাজার যাত্রী আসা যাওয়া করলেও ঈদের দুই/তিন আগে থেকে লাখো যাত্রী আসতে থাকে ঢাকা সহ সারা দেশ থেকে। চাঁদপুর ছাড়া ও পাশ্ববর্তী লক্ষীপুর, নোয়াখালী জেলার লাখো মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে থাকে।

ঈদের সময় এই লাখো যাত্রীর চাপ সামাল দিতে অমানুষিক পরিশ্রম করে পুলিশ! সিএনজি ড্রাইভারের দৌরাত্ন বন্ধ করা, রাস্তা যানজট মুক্ত রাখা, জায়গায় জায়গায় গরুর হাটে রাস্তা দখল না করে সেটি নজরদারি করা, লাখো মানুষ যেন রাতের বেলায় ছিনতাইকারী ও পকেটমারের খপ্পরে না পড়ে সেটি নিশ্চিত করার এক মহাযুদ্ধ একমাত্র পুলিশ ই করে!

বাড়তি ভাড়া:
এ সময় বাড়তি ভাড়া আদায়ের এক মহোৎসব শুরু হয়ে যায় পরিবহণ সেক্টরে । তবে চাঁদপুর লঞ্চঘাট এ থেকে অনেকটাই ব্যতিক্রম । চব্বিশ ঘণ্টা জেলা পুলিশ, নৌ পুলিশ, ডিবি এবং ট্রাফিক পুলিশ চমৎকার সমন্বয় করে লঞ্চঘাট সিএনজি ড্রাইভারদের বাড়তি ভাড়া আদায় বন্ধ করেছে! শুধু তাই নয়, জেলার মধ্যে যেকোনো গন্তব্যে যেতেও পুলিশ তাদের বাধ্য করছে! বাড়তি ভাড়া চাইলে এবং যেকোনো গন্তব্যে যেতে রাজি না হলে তাদের কে লঞ্চ ঘাটের পার্কিং এ ঢুকতেই দিচ্ছে না পুলিশ । শহরের মোড়ে বড় LED মনিটরে সবার উদ্দেশ্যে এ সংক্রান্ত সতর্ক বাণী এবং 999 এ কল করে সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ ।

যানজট: পুরো জেলার সকল সিএনজি যাত্রী পরিবহণের জন্য লঞ্চঘাটে আসে, তার উপর হাজার হাজার অটোবাইক, জায়গায় জায়গায় গরুর হাট বসেছে, ঢুকছে গরু বোঝাই ট্রাক, সবকিছু মিলিয়ে পুরো শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ার কথা । কিন্তু চাঁদপুর পুলিশ প্রশাসন সেটি হতে দেয়নি। সুযোগ্য পুলিশ সুপার জনাব জিহাদুল কবির বিপিএম পিপিএম এর নির্দেশে ট্রাফিক পুলিশের সদস্যদের অক্লান্ত পরিশ্রম আর পরিকল্পনায় শহরের যানজট ছিল নিয়ন্ত্রণে ।

নিরাপত্তা: লঞ্চ ঘাট সহ পুরো শহরে পুলিশের টহল ছিল সার্বক্ষণিক যাতে করে যাত্রা পথে ঘরমুখো মানুষ ছিনতাইকারী কিংবা ডাকাতির শিকার না হন।

জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১