May 17, 2022, 4:50 am

#
ব্রেকিং নিউজঃ
মক্কা আওয়ামী কমিউনিটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা এম এ করিম।মাহিঊল রেজা যুক্তরাষ্ট্রের ‘বুল্লিভার অ্যাওয়ার্ড’ জয় করলেন।কুমিল্লায় সংবাদিক ইমরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হুমকী ধমকীর প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন।মেয়র যে-ই হোক না কেন, তাকে যেন সবাই সহযোগিতা করে- বিদায় মেয়র সাক্কু।রাঙ্গাবালীতে বন থেকে এক যুবকের লাশ উদ্ধার।চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিপ্লব মারমা।ময়মনসিংহে অবৈধ করাতকলে চলছে গাছ কর্তন।নিউইয়র্কের বাফেলো শহরে একটি সুপার মার্কেটে গুলিতে অন্তত ১০ জন নিহত।চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ বাড়ীঘর লন্ডভন্ড।কাজিরবেড় ইউনিয়নে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ঈদের মজা তারাই পেলো (মানবতার তরে মানবপ্রেমী)।

এম এ কাদের অপুঃ

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ এর ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাকসাম রেলওয়ে জংশন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ আনন্দ আয়োজন করা হয়েছে।

মানবতার তরে মানবপ্রেমী-Human lovers for humanity এর আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত অনুষ্ঠানে *রুপালি হাসি * তে সবাই চায় ঈদে তাদের পরিবারের সাথে কাটানোর জন্য, আর
মানবতার তরে মানবপ্রেমী-Human lovers for humanity চায় ওই সব সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ কাটাতে। তাই এই সংগঠনের সকল সদস্য ঈদের আনন্দ ভাগাভাগি করে সুবিধাবঞ্চিতদের কিছু সময় আনন্দ দিতে পেরে মহাখুশিতে দেখা সংগঠনের সকল সদস্যদের।

ঈদ আনন্দ ভাগাভাগি করেই ঈদ কাটিয়েছি এটার চাইতে আনন্দের আর কিহ হতে পারে বলে জানান
মানবতার তরে মানবপ্রেমী-Human lovers for হুমানিত্য এর সকল সদস্য।

‘রুপালী হাসি”র পর আরো ছিলো,মিষ্টি মুখ, মেহেদী উৎসব, খেলাধুলা ও পুরস্কার বিতরণ, নতুন জামা, ভোজন, গানের আড্ডা, সাজসজ্জা এবং ঈদ সেলামী।

ঈদের দিন শত ব্যস্ততার মাঝেই উপস্থিত ছিলেন, উক্ত সংগঠন এর প্রধান উপদেষ্টা এড.রফিকুল ইসলাম হিরা ও লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার, থানার সেকেন্ড অফিসার ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী কবি এন এম শামীম এবং উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

এভাবেই এগিয়ে যাবে প্রিয় সংগঠন মানবতার তরে মানবপ্রেমী-Human lovers for humanity.

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১