ঈদের দিনে বাঁশ ঝাড়ে ঝুলছে তরুনের লাশ।
এফ.ওমর
রিয়াজ হোসেন (১৭)নামে এক তরুনের গলিত লাশ ঝুলছে বাঁশ ঝাড়ে। ঈদ আনন্দ হলোনা স্বামী পরিত্যাক্ত আশা বেগমের এমন হৃদয়বিদায়ক ঘটনা ঘটেছে লাকসাম থানার ১নং বাকই (দঃ)ইউনিয়নের তারাপুর গ্রামে জানাজায় তারাপুরের মৃত সিরাজুল হকের মেয়ে আশা বেগম স্বামী পরিত্যাক্ত হয়ে দুই ছেলে নিয়ে দীর্ঘ দিন বাপের বাড়ীতে বহু কষ্টে জীবনজাপন করছে। নিহত রিয়াজ হোসেন(১৭)আশা বেগমের ছোট ছেলে।নিহত রিয়াজ হোসেন মাদকাসক্ত ছিলো, মাদক সেবন নিয়ে মায়ের সাথে ঝগড়া করে গত শনিবার বিকেল বেলায় বাড়ী হতে ছলে যায়।চার দিন পর বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে নিহতের মামা মৃত ফজলহকের কবরের পাশে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পান নিহতেরই মা আশা বেগম। ইদের দিন সকাল বেলায় আশা বেগম বাঁশ ঝাড়ের পাশে সমাহিত ছোট ভাই ফজল হকের কবর জিয়ারতে জন্য গিয়ে দেখতে পান তারই ছোট ছেলের ঝুলন্ত লাশ, এমন বিকৃত লাশ দেখে আশা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে এস আই নির্মল সহ তার সাথে থাকা আইনশৃঙ্খলা বাহিনী লাশ উদ্ধার করেন। বাঁশ ঝাড়ে এমন লাশ দেখে বুঝাই যাছেনা এটি হত্যা নাকি আত্মহত্যা।