ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১৮৮ আরোহী নিয়ে লায়ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের একটি বিমান উড্ডয়নের কয়েক মিনিট পর সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।
২৯ অক্টোবর, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটের দিকে দেশটির পাংকাল পেনাং শহরের উদ্দেশে নিয়মিত শিডিউলের জেটি৬১০ ফ্লাইটটি জাকার্তা ছাড়ে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, ‘এটা নিশ্চিত যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।’
কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিমান বন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লায়ন এয়ারলাইন্সের বিমানটির। সমুদ্র বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি টাগ বোট বিমানটিকে সমুদ্রে পড়ে যেতে দেখেছে।
লায়ন এয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড সিরাত বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। আমরা সব তথ্য ও ডাটা সংগ্রহের চেষ্টা করছি।’
এই ঘটনায় সোমবার সংবাদ সম্মেলন হতে পারে বলেও জানান লায়ন এয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা।
আরো পড়ুন: