মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন মিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে বণিক কল্যাণ সমিতি এ দোয়ার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম ছাবির আহম্মেদ, বণিক কল্যাণ সমিতির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ মো. আবদুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তাফা কাজল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাবেক সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম মজুমদার ও বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. রেদোয়ান হোসেন। মোনাজাতে আলহাজ্ব এম আলাউদ্দিন মিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত হোসেন আহাম্মদের জন্য দোয়া করা হয়।
আরো পড়ুন: