আলোকিত সমাজের”ইফতার মাহফিলও পরিচিতি সভা অনুষ্ঠিত
এফ.ওমর
শিক্ষার আলোয় গড়ি আলোকিত সমাজ, এই শ্রোগানে বৃহত্তর সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক ছাএ /ছাএিদের বিভিন্ন সহযোগিতা, ব্লাড গ্রুপিং,ফ্রি মেডিকেল ক্যাপ, ছাএ/ছাএিদের মোটিবেশ ক্লাস, খেলা ধুলা, শিক্ষা সাহিত্য, জনসচেতনা মূলক বিভিন্ন অনুষ্ঠান করে ইতিমধ্যেই ছাএ/ছাএিসহ জনসাধারনের মন জয় করতে সক্ষম হয়েছে এই সংগঠনটি।তারই ধারাবাহিকতায় ৩/৬/১৯ ইং সোমবার , মনির হোসেনের পরিচালনায় বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয়&কলেজে অডিটরিয়ামে এক ইফতার মাহফিল ও পরিচিত সভার আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা.নাজমূল হাসান পিন্ঠু(এমবিবিএস) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃফারুক হেসেন,ডা.সবুজ সরকার(এমবিবিএস)ওবায়েদুল্লাহ জুয়েল, সাংবাদিক ওমর ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক মো শরিফ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন আগামির সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই, তাই আলোকিত সমাজের প্রত্যক সদস্যকে শিক্ষার উন্নয়নে নিরলস কাজ কারার জন্য আহবান জানান।