আলোকিত সকাল
এস.এম.জুবায়েদ ইবনে সাঈদ
মনের মাঝে জাগিয়াছে নব জোয়ার
খুলিয়া দে ভন্ড পিশাচ, আছে যত দোয়ার।
করিবো এবার ধ্বংসলীলা
ভুলিয়া সকল বিচার
কোথা আছো কেহ?
এক হও সব জোয়ান!
কাটিয়া দেবো সকল অন্যায়ের গর্দান
করিবো নতুন রুপে পৃথিবীকে সৃষ্টি
ভুলিয়া সকল অপমান,ভুলিয়া ভুল দৃষ্টি।
আজি এই প্রভাতে আনিবো নতুন ভোর-
অন্যায়ের সাথে করিবো আবদার করিব জোড়
তবুও আমি আনিবো তাহারে!
দূর্বল হবো নাকো অমানবিক মুখোশ পড়ে।
রচনাকাল:একাদশ শ্রেণী
সাহেব কাচারি, সদর ময়মনসিংহ