আর্দশ জাতি গঠনে শিক্ষার
কোন বিকল্প নেই -মহব্বত আলী
মোজাম্মেল হক আলম, লাকসাম:
বর্তমান বিশ্বে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
গতকাল বুধবার সকালে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপির তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ ও আম্বিয়া খাতুন শিক্ষা ট্রাস্ট মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী এসব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গড়তে আজকের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তবেই এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষায় সন্তানদের জন্য আপনারা যে বিনিয়োগ করবেন, তা চির স্থায়ী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দলিলুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সওদাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম বি.কম, তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাইদ মোঃ আবদুছ ছোবাহান, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাষ্টার আবদুল করিম, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মনির হোসেন, মেম্বার ফয়জুল আলম, সমাজ সেবক আবদুল বারী, সাবেক ছাত্রনেতা কামাল হোসেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম নেজামী, হরলাল রায়, পরিচালনা পর্ষদ সদস্য আবু ইউসুফ, ইউপি ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান মিলন প্রমুখ।
অনুষ্ঠানে তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থীকে আম্বিয়া খাতুন শিক্ষা ট্রাস্ট মেধা বৃত্তি প্রদান সহ বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।