March 28, 2023, 2:43 am

#
ব্রেকিং নিউজঃ
লালমাইয়ে জুতা পায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ইউএনও!বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

“আমি স্বপ্নবাজ একজন বির্তাকীক” তাহসিন আক্তার তমা..

“আমি স্বপ্নবাজ একজন বির্তাকীক”
তাহসিন আক্তার তমা..

রিয়াজ শাওনঃ

বিতর্ক আমরা ভালোবাসার আরেক নাম
এই শব্দটি যখনই শুনি। তখনই মনে ভেতর একটা অন্য রকম অনুভূতি কাজ করে।
মনে পড়ে হাজারো সৃতি।
মনে পরে সুখময় কিছু মুহূর্তের কথা।
মনে পড়ে কিছু মধুর শব্দ ।
কানে ভেসে আসে কিছু পরিচিত কন্ঠ সুর।

আমরা বয়সটা কম হলেও মনে হয় বিতর্ক শব্দটাকে হাজার বছর ধরে চেনা আমার।
আমি স্বপ্নবাজ একজন বিতর্কিক।স্বপ্ন ভাঙ্গার শব্দে আজ চেয়ে গেছে পুরাটা শহর।

এই বছর আমারা অনেক যুদ্ধ করে সেমিফাইনালে পযর্ন্ত এসেছি। সত্যি বলতে কি ফাইনাল বলতে কোন কিছুই আমার কাছে নেই
কারন প্রতিটি বিতর্কই আমার কাছে ফাইনালে মত। প্রতিটি বিতর্কে উৎসবমূখোর পরিবেশ বিরাজমান থাকে রোটারি ভবনে, কত অনন্দ কত হাসি, কত ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়। শুনতে পাই শাহাদাত স্যারের সুন্দর সুন্দর কথা আর রাসেল স্যার অসাধারণ উপস্থাপনা সব থেকে বড় পাওয়াটা হলো রাজন দা এর বজ্র কন্ঠে ফলাফল শোনা। সব মিলে আমার কাছে প্রতিটি পর্বই ফাইনালের মত।

রাতে গভীরে আমি হারিয়ে যাই ভাবনার সাগরে
আমি ভাবি ইশ! যদি প্রতিদিন বা প্রতি সাপ্তাহে রোটারি ভবনে বিতর্ক করতে পারতাম হয় তো অনেক আনন্দময় একটা জীবন উপভোগ করতে পারতাম। বড্ড ভালোবাসি রে বিতর্ক তোকে অনেক ভালোবাসি ।

যখন মনে পড়ে বিতর্ক নিয়ে জড়ানো হাজারো স্মৃতি তখন একা একা কাঁদি। কেন কাঁদি নিজেই যানি না তবে এতটুকু যানি বিতর্ক নামক শব্দটি মিসে গেছে আমার রক্তে। যে দিন হেরে গেছি সেদিন কষ্ট অনুভব করিনি। হারার যন্ত্রণা টা কত ভংয়কর আমি অনুভব করিনি সে দিন।

এখন ইস্কুলে গেলে কেউ আর বলে না তমা বিতর্কের ক্লাসে আসো।কেউ আর বলে না তমা এই পর্বে জিতে হবে। সহপাঠীরা আর বলে না জয়টা আমাদের জন্যও হলেও নিইয়া।
মেমরা আর মা বলে আদর করে না।
হেডমাস্টার আর ডাকে না,
দেয় না কোন উৎসাহ। নিজের কাছে মনে হয় সব থেকেও কি যেনো একটা নেই আমরা।
একটা হার
এত কষ্ট দিবে
এত চোখের জল পালাবে এটা ভাবিনি।
আমি কাদঁছি না জয়ের জন্য।
আমি কাদঁছি বিতর্কের জন্য।
এখানে হারলে আর বিতর্ক করা সুযোগ নাই।
তাই কষ্ট হয়,কাদঁছি আরো কাদঁবো
ভালোবাসার জিনিসটি জন্য চোখের দু-পুটো জলও কি পালানোর অধিকার নেই?
একটা হার এত ভংয়কর যন্ত্রণা দিবে আগে যানতাম না! দুঃস্বপ্ন আর দুঃস্বপ্ন দেখে রাতের ঘুমে চোখ থেকে কেডে নিবে যানতাম না!

আমি থাকতে চাই বিতর্কের সাথে, হারিয়ে যেতে চাই বিতর্ক নামক সেই সাগরে গহিন অতলে। হাজারো রংঙ্গিন মাছে নেয় রংঙ্গিন বিতর্কিকের সাথে খেলা করতে চাই। সাগরে উতলা ঢেউ নেয়া জয় পরাজয় নিয়ে থাকতে চাই।

যদি লিখতে যাই সব
বিতর্ক নিয়ে মনের কথা
শেষ হয়ে যাবে আমার আছে যত খাতা
দিন শেষ আমি একা
আবার কবে পাবো বিতর্ক তোমার দেখা

তাহাশিন আক্তার তমা
বিতর্কিক
হামানকদ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়,
চাঁদপুর সদর, চাঁদপুর।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১