আমিও নারী,
ঝুমা
তবে সবার মত নয়.
এই জগত সংসারে,
আমার অননো পরিচয়.
ভীতু আমি অলস আমি,
পারিনা কোন কাজ.
সাদাসিদে মানুষ একটি,
মানায় না কোন সাঝ.
মিথথা বলায় আপততি বর,
নিনদাতেও পচুর ঘৃনা.
ভালো কিছু অলপো জানি,
মনদো আমার নাই জানা.
অহংকার করতে পারিনা বটে,
জানিনা কথার বাহাদুরী.
সবার মত নইতো আমি,
তবুও আমি নারী.
আরো পড়ুন: