আমার বাংলা
রাজিয়া শাহরিন
বাংলা আমার চোখের মণি
বাংলা মাতৃভূমি,
নিজ হাতে কত সুন্দর করিয়া
এই বাংলাকে,,
গড়িয়া দিয়াছ তুমি।
বাংলা আমার নিশার স্বপ্ন
বাংলাতেই আমি বাঁচি,
বাংলাতেই আমি মরতে চাই
এ জীবনের যতদিন আছে বাকি।
বাংলা হলো আশার আলো
বাংলাতেই কাটছে যে দিনকাল,
বাংলার মাঝেই স্বর্গসুখ
তাল তমাল আর হিন্তাল।
বাংলার মাঝেই লুকিয়ে আছে এ জীবনের প্রেরণা।
তাই বাংলাকে দুর্গ করে
এগিয়ে যেতে ভুলোনা।
বাংলা হলো নদীর মতন
ব্যস্ত পায়ে চলে,
প্রকৃতিতে যে তারই বৈচিত্র্য
সে সেই কথায় বলে।
দারুণ সব অর্থ ওর
তার বিচিত্র সব রূপ।
ওর মানে বুঝতে গিয়ে
আমি হয়ে যায় চুপ।
কি যে দারুণ তার ভাবঙ্গি
নিদারুণ তার বলা
তাকে ছাড়া এক মুহুর্ত ও
যায় না কোথাও চলা।
সে যে হলো রূপের রাণী
সাজায় সবার অঙ্গ
এই হলো শ্রেষ্ঠ সৃষ্টি
আমার প্রিয় বঙ্গ।