আব্দুল্লাহ আল মামুন
সম্পাদক
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ
……………………………………………..
আমি আমার মতো আছি হাজার চেষ্টা করেও আমাকে দাবিয়ে রাখার ক্ষমতা নেই,ইনশাআল্লাহ .আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে স্বাধীনতার সপক্ষে প্রকৃত ধর্মের মর্ম বুকে ধারণ করে হাতে কলম তুলে নিয়েছি আমি মুক্তিযুদ্ধার পরিবার থেকে এসেছি,আমি বঙ্গবন্ধুর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ভালোবেসে দেশের কথা লেখি .আমাকে দাবিয়ে রাখার অনেক চেষ্টা করা হয়েছিল নানা রকম মিথ্যা বানোয়াট মামলায় জরিয়ে আমাকে হয়রানি করা হয়েছে,মেরে ফেলার ভয় দেখিয়ে কোন লাভ নেই কারণ আমি পিছু হাটতে শিখিনি,মাদক দমনে ক্রসফায়ার ..খাদ্যে ভেজাল কারীরা খুনি ..জঙ্গির অপতৎপরতা আমার লেখা ..খুলেছি দুর্নীতির আবরণে থাকা মুখ ..বের করে এনেছি খবরের পিছনের খবর …তবে একটা ব্যাপার ভেবে কষ্ট হয় বর্তমানে এমন কিছু সুবিধা ভোগী লেখক মাসোয়ারা খাওয়া লোক ঢুকেছে যাদের প্রেমে মগ্ন হয়ে প্রকৃত লেখক দের মুল্যায়ন করতে ভুলে গেছে,আমি অনেক বুদ্দিজীবী সিনিয়র সাংবাদিক লেখকদের দৃষ্টি আকর্ষন করে বলছি একটা কথা মনে রাখবেন,নিজের ছেলেকে হাজার মারলে ও সে বাবা বলে ডাকবে,কিন্তু অন্যের ছেলে বাবা বলে ডাকবে ততক্ষণ আপনাকে তার কাজে আসবে যতক্ষন। অনলাইন থেকে নিউজ পেস্ট করা লেখকে চেয়ে গেছে দেশ ..প্রকৃত লেখকরা হারাচ্ছে লেখার আগ্রহ ..আমার শরীরে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার কলম চলবে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না,ইনশাআল্লাহ আসুক যতো বাধা আমি আমার মত করে এগিয়ে যাব। কোনো একদিন হয়তো কোনো লেখা বঙ্গবন্ধুর সোনার বাংলায় ফিরিয়ে দিবে সকলের মাঝে নীরব সচেতনতা …….চলবে