আনোয়ারা উপজেলায় ঘুষের ২০ হাজার টাকাসহ দুদকের হাতে সার্ভেয়ার আটক!
চট্টগ্রাম প্রতিনিধি: মহিন উদ্দিন মিয়াজি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ উপজেলা স্যাটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মো.
হককে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাঁর কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনোয়ারার চাতুরী এলাকায় সহিদুল হকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
সহিদুল হক কুমিল্লা জেলার সদর থানার বাজগড্ডা এলাকার আলী আশ্রাফের ছেলে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
রাত ১০টার দিকে আগ্রাবাদের দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে লুৎফুল কবির চন্দন বলেন, ইমরান হোসেন নামে এক যুবকের কাছ থেকে জমির ডিজিটাল খতিয়ানের জন্য ৭০ হাজার টাকা ঘুষ চান সহিদুল হক। বুধবার সন্ধ্যায় ৭০ হাজার টাকার মধ্যে ঘুষের ২০ হাজার টাকা গ্রহণ করার কথা ছিল। দুদক টিম অভিযান চালিয়ে ঘুষের ২০ টাকাসহ সহিদুল হককে আটক করে।
আটক সহিদুল হকের বিরুদ্ধে দুদকের উপ সহকারী পরিচালক মোহাম্মদ হোসাইন শরীফ বাদী হয়ে দুদক আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান লুৎফুল কবির চন্দন।
আরো পড়ুন: