“আত্ন যন্ত্রণা ”
রিয়াজ শাওন
তুমি,
ভালোবাসা বিন্দু ছিলে
ইচ্ছে ঘুড়ির মাঝি ছিলে
সকল হাঁসির কারন ছিলে
শত স্বপ্নের রানি ছিলে
হৃদয় মন্দিরের দেবি ছিলে
আজ,
তুমিহীন আমি
আলোহীন তারা
রানিহীন রাজা
গল্পহীন চরিত্র
ডানাহীন পাখি
কাটাহীন ঘড়ি
এত
ভালোবাসার পরেও দিয়ে গেছে ফাঁকি
দূর আকাশে তোমার মত উড়ছে কত পাখি
আমি দিন রাত ডাকি আর কত প্রার্থনা করি
ফিরে এসে তুমি।
তুমি প্রজাপ্রতি ছিলে তাই
দূরে উড়ে গেলে নতুন মধু খোঁজে
কত কষ্ট দুঃখর মাঝে আমার দিন রাত কাটে
রঙিন স্বপ্ন দেখি তুৃমি আসবে আবার ফিরে
রংহীন স্বপ্নহীন বর্নহীন এই জীবনে
নতুন করে বাঁধবো দুঃখ সুখের বাসা
আমি হবো রাজা তুমি হবে রানি।
এটাই আমার আশা