আজি ক্লান্ত
নিপা সিকদার
চোখ বিবেক দু’টাই অবিরাম সজাগ..
তাও কেন বারবার ভুল পথে
ভুল মানুষকে বিশ্বাস করে ক্লান্ত হই!
এ চোখ এ বিবেক থেকে আর লাভ কি ?
অন্ধ হয়ে যাওয়া শ্রেয়…
হে ইশ্বর,
হয় তুমি সঠিক পথ নির্দেশন করো
নয় চোখ দুটা তুলে নাও
বিবেক দ্বার বন্ধ করে আমায় উম্মাদ করে দাও।
তবুও মনকে বুঝাতে পারবো
আমি তো অন্ধ তাই ভুল পথে হেঁটে চোট পেয়েছি,
আমি তো উন্মাদ
যা মন চায় তাই করবো আমার বিচার হবেনা কোন কাঠগড়ায় ।