আগুন!
হাজী কাজী নজরুল ইসলাম।
নাারীর বদনে লাগিয়াছে আগুন–
এই নারী জাত আমার মা।
ধর্ষণ হতেছে সারা দেশ জুড়িয়া-
ধর্ষকের নাই করুনা।
রক্ষক হয়ে ভক্ষণে মনোযোগ—-
বিদ্যা করিবে যে দান।
তারাই আজি সারা দেশজুড়িয়া–
ধর্ষণের মেহমান।
যাদের পিছেনে নামাজ পড়ি মোরা–
পলাউ পিরনী খাওয়াই।
অদৃশ্য সত্রু আমারাই পুষিয়া রাখি–
বলিবার কিছু নাই।
মোদের শিশু কিশোর তুলিয়া দেই–
যাদের বানানো ঘরে।
তারাই নিশা করাইয়া রাতিতে দেখি-
ধর্ষণ করিয়া মারে।
ছাত্রাবাস আজি অতি বিদ্যার নামে–
কিশোর কিশোরীর ফাঁদ।
কে প্রাণ খুলিয়া কহিবে কাহারে—
শুনে কে কার আর্তনাদ।
মরণ হয় যখন সবাই শুনে ফেলি —
আধমরার খোঁজ কে লয়।
আজ একাডেমির কি শুনি মোরা–
ইহা জাতীয় অবক্ষয়।