March 27, 2023, 7:36 am

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, সরকারী ভাবে চিকিৎসা চান মমতাজ

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, সরকারী ভাবে চিকিৎসা চান মমতাজ

মহিন উদ্দিন মিয়াজি :::চট্টগ্রাম

মানুষ মানুষের জন্য মানুষ একমাত্র তাদেরই বলা যায়,যাদের মানবতা এবং মনুষ্যত্ব জ্ঞান বলে কিছু রয়েছে”।

মুখে ৫ কেজি ওজনের ভার নিয়ে চলেছে অসহায় জীবন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

অার্থিকভাবে অস্বচ্ছল তবুও ভিক্ষা করে না কারণ তিনি ছোট বেলায় পাঠ্যপ্রস্তুকে পড়েছিলেন, নবীজির (সা.), শিক্ষা করোনা ভিক্ষা, রাসুলুল্লাহু আরো বলেছে, ভিক্ষুক ব্যাক্তি আল্লাহর রহমত হতে  বঞ্চিত।

অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না।
অাজ অামার মোটফোনে কথা বলে তিনি জানিয়েছেন প্রতিবন্ধি প্রর্যবেক্ষণ অফিসার আক্তার ভাইয়ের সহযোগিতার মাধ্যমে গত কাল মোঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) প্রতিবন্ধী অাইডি কার্ডটি ১নং তেশরপাড়ীর মেম্বার হাত থেকে গ্রহন করেন।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরপাড়ী  ইউনিয়নের সুন্তানপুর গ্রামের  তছলিম উদ্দিনের ছেলে অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তি।

২০১১ সালে কানের ডানপাশে ছোট্ট একটি ফোঁড়া উঠে সেখান থেকে রংপুর মেডিকেলে ২০১২ সালেই অপারেশন করে। তার পর থেকে আস্তে আস্তে এই টিউমারটি বিশাল আকার ধারণ করে। এই অবস্থায় টাকা না থাকায় চিকিৎসা করতে পারছে না। বিদেশে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন।

মোঃ মমতাজ উদ্দিন ও তার পিতা তছলিম উদ্দিন, এলাকার বিত্তবান ও প্রধানমন্ত্রীর সহযোগিতার মাধ্যমে বিদেশে তার ছেলের উন্নত চিকিৎসা করার সহযোগিতা চান।

তাকে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের মাধ্যমে প্রতিবন্ধী অাইডি কার্ড করে দেওয়ার বিষয়ে পলাশবাড়ি উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ অারিফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনিও অাশ্বস্ত করেছেন। কিন্তু, অার্থিকভাবে অস্বচ্ছল  হওয়া দিন দিন কষ্টে ভুগছেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১