নিপা সিকদার
গরীব ঘরে জন্ম আমার
নামটি কনক লতা
বাবা আমার গঞ্জে গঞ্জে
বেঁচতো বৃষ্টির ছাতা।
কষ্ট করে পড়ালেখা চলে
অভাবের নাই শেষ
বাবার শরীরের কঠিন রোগ
পাঠাতে হবে বিদেশ।
ডাক্তার বলেছে বাবার নিশ্বাস
দাঁড়িয়ে খোয়ারো
ভালো চিকিৎসা না হলো
তিন মাসে মৃত্যু দুয়ারে।
মরার উপর খাড়া হলো
মায়ের চোখে কালি
এতটাকা কোথায় পাবো
বুক চাপড়ে তালি।
বাবা বলে লাগবেনা চিকিৎসা
মরন তো হবেই
মানুষ কি এ-ই দুনিয়ায়
চিরকাল রবেই?
নিরুপায় সবে আমরা
দেখবো বাবার লাশ
চল্লিশ বছরে বাবা আমার
হারাবে নিশ্বাস।
মৃত্যুর আগে শেষ আশা
দেখবে আমার বিয়ে
ফুপা আমার ঢাকা হতে
এলো বরযাত্রী নিয়ে।
বরের সামনে গোমটা টেনে
নিয়ে এলো খালা
বর্ষা বর তাকিয়ে ভেংচি কাটে
আজ কি অমাবশ্যা?
হৈচৈ নেই রোগালো ঘর
কবুল পড়াবে কাজী
বর তখন পালাতে চায়/
কোথায় যাস পাজি?
মাফ চাই দোয়া চাই
করবোনা আমি বিয়ে
এমন অমাবশ্যা দেখলে
স্বজন দিবে ভাগিয়ে।
বরের কথা শুনে বাবা
মাটিতে গড়াগড়ি
দম দু ফুঁকতে ফুঁকতে
বাবা গেলো ছাড়ি।
আরো পড়ুন: