March 23, 2023, 8:21 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

”অজ্ঞান পার্টির ০২ জন, ওরেন্টভূক্ত ০১ জন এবং ০৪ গ্রাম হেরোইন সহ ০২ আসামী গ্রেফতার”

”অজ্ঞান পার্টির ০২ জন, ওরেন্টভূক্ত ০১ জন এবং ০৪ গ্রাম হেরোইন সহ ০২ আসামী গ্রেফতার”
২৯/-০৬-২০১৯ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১২.০৫ ঘটিকায় অত্র থানাধীন ভূইগড় এলাকায় নুর নাহার (২৪)’কে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন অজ্ঞান পার্টির দুই সদস্য ১. রাসেল (২২), পিতা- খোকন স্থায়ী : চনপাড়া সোবহানের বাড়ীর ভাড়াটিয়া, সেক্টর-৭, , উপজেলা/থানা- রূপগঞ্জ, নারায়নগঞ্জ, ২. মোঃ রিমন হোসেন (১৯), পিতা- রতন শরিফ স্থায়ী : মাইরাবাড়ী বরবাড়ী, , উপজেলা/থানা- গৌরনদী, বরিশাল, বর্তমান : চনপাড়া সোবহানের বাড়ীর ভাড়াটিয়া, সেক্টর-৭, , উপজেলা/থানা- রূপগঞ্জ, নারায়নগঞ্জদ্বয়কে চোরাই স্বর্ণালঙ্কার সহ হাতেনাতে আটক করে। ফতুল্লা মডেল থানার এসআই/ মোঃ আবুল কাশেম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে তাদের হেফাজতে নেন। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

একই তারিখ ০৪টি ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত জলিল মিয়া (৪৫), পিতা- মৃত হান্নান মিয়া, সাং- চর বয়রাগাদি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে এসআই/ মোঃ মিজানুর রহমান-১ গ্রেফতার করেন।

অপরদিকে এএসআই/ মোঃ তারেক আজিজ সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চানমারী এলাকা হতে রাত্র ০৮.০০ ঘটিকায় ০৪ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ১. জলিল (৫০), পিতা- মোহাম্মদ আলী স্থায়ী : সাং- জুনাইল, ৪নং বালিজুড়ি ইউপি, , উপজেলা/থানা- মাদারগঞ্জ, জামালপুর, বর্তমান : গ্রাম- চানমারী বস্তি, উপজেলা/থানা- ফতুল্লা, নারায়নগঞ্জ, ২.রাজু (২০), পিতা- মোঃ সিদ্দিক মিয়া পুলিশকে প্রদত্ত : গ্রাম- চানমারী (মাউরা পট্টি ইদ্রিস পাটোয়ারীর বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান)) , উপজেলা/থানা- ফতুল্লা, নারায়নগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১