অচেনা সেই মেয়েটি
শিহাব তালুকদার
অফিস শেষে ক্লান্ত হয়ে ফেরার সময় বাসায়
দারিয়ে ছিলাম রাস্তার পাশে বাসের অপেক্ষায়
ঠিক তখনি তাহার সাথে হয়েছিলো আমার দেখা
নিল শাড়ি পরা রাস্তার পাশে দারিয়ে ছিলো সে একা
কপালে দিয়েছে লাল টিপ- কাজল দিয়েছে চোখে
দেখেই তাকে দিশেহারা আমি কি বলবো আর মুখে
খোপায় বাধাঁ বেলি ফুলের মালা- রেশমি চুড়ি হাতে
প্রেমে পরেছি আমি সেই মেয়েটির কি করে বলবো তাকে।
যতই করি প্রশংসা তাহার হবেনা তাতে শেষ
অজানা অচেনা সেই মেয়েটি লেগেছে আমার বেশ
নাম জানা নেই সেই মেয়েটির তবুও পরেছি প্রেমে
ঠিক তখনি মেঘ জমে আকাশে বৃষ্টি এলো নেমে
করছে সবাই ছোটা ছুটি তখন বৃষ্টি এসেছে বলে
হারিয়ে ফেলি তখনি তাকে বৃষ্টির ফোটা জলে
বৃষ্টি শেষে অনেক খুজেও পাইনি তাকে আর
আজও তাহার অপেক্ষায় আমি খুজি তাকে বারে বার
আশায় আছি কখনো যদি দেখায় হয় তাহার সাথে
ভালবাসি তাকে বলে দেবো আমি হাত রেখে তার হাতে
#ভাবুক_কবি_শিহাব
আরো পড়ুন: