March 31, 2020, 7:34 pm

#
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে প্রাইভেটকার পানিতে ডুবে শ্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত.বুড়িচংয়ে বিল্লাল হত্যায় সন্দেহভাজন কিশোর আটক।কুমিল্লার সাংবাদিক নেতাদের কি খবর?. বিবিসিবার্তা।ইসলামী ফ্রন্টের সিদ্ধান্ত ছাড়াই করোনা থেকে মুক্তির জন্য কুমিল্লা সহ সারা বাংলাদেশের বাড়িতে ও মসজিদে দেয়া হয় আযান।তুরাগে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার. বিবিসিবার্তা২৪.তুরাগে জীবানুনাশক ঔষধের তীব্র সংকট।বগুড়ায় স্কুলছাত্র ছুরিকাহত গ্রেফতার ২ -অস্ত্র উদ্ধার।নাঙ্গলকোটে দুই পরিবারের সংঘর্ষে আহত ১০ঃ বিবিসিবার্তা২৪লাকসামে ভয়াবহ আগুনে দোকান-ঘর পুড়ে ছাই : ৮লাখ টাকার ক্ষতি সাধন।করোনা ভাইরাসের কারনে দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে সরকার।

“বিচার মানে সেই স্বপ্নের রাণী,,

“বিচার মানে সেই স্বপ্নের রাণী,,

সিলেট প্রতিনিধি :

হৃদয়ে যেই বসন্ত আসে সেই বসন্তের নাম স্বপ্নের রাণী। এই বসন্তের আগমনে হৃদয় কাননে ফুটে ওঠে সেই স্বপ্নের রাণীর কথা।এই বসন্তে অন্তরে জ্বলে সেই রাণীর আলো। মানব জীবন স্বপ্নে পরিপূর্ণ। অধিকাংশ সময় সে স্বপ্নের রাজ্যে বিচরণ করে। কিন্তু সে সকল স্বপ্ন বাস্তবায়নে মনে করে বিচার মানে সেই স্বপ্নের রাণী। পৃথিবী আজ এগিয়ে অনেক দূরে। সফলতার স্বর্ণ দুয়ারে মানুষের আবির্ভাব হয়েছে। আর সেই সফলতার অন্যতম হাতিয়ার হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দান জ্ঞান। সেই জ্ঞান দিয়ে মানুষ প্রতিনিয়ত স্বপ্নের রাজ্যে বসবাস করে আসছে। সংসার সুখি হয় রমণীর গুণে।তোমার খাতায় লিখেদিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেইদিন আমি থাকব না।পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে।যদি সে নারীর মত নারী হয়ে থাকে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ)বলেছেন স্বপ্নের রাণী বাস্তবায়নের তোমরা ৪টি জিনিসের দিকে খেয়াল রেখ যথা:তাকওয়া,বংশমর্যাদা,সুন্দরএবং ধনার্ট্য। এই গুণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাকওয়া।আমরা এটি কে প্রধান্য না দিয়ে বাকীগুলোকে বেশি মর্যাদা দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিনিয়ত চলছে ধনাট্য পরিবার কে মূল্যায়ন করা। আমরা মনে করি সম্পদই সকল সুখের মূল। মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলামনা।আমাদের সমাজে নানা সমস্যায় জর্জরিত। আর এই সকল সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সুস্থ বিবেকের। সমাজের লোক যত ভাল করুক না কেন, যতই ভালদিক বিচার করেন না কেন বিচার মানি সেই স্বপ্নের রাণী।এই দুনিয়ার লোভে পড়ে সকল দিক ভুলে স্বপ্নের রাণীর চিন্তাকরি।এচিন্তা আমাদের ঘুমাতে দেয় না যতক্ষণ না সেই স্বপ্নের রাণী পাচ্ছি। আমাদের সমাজ কে পরিপূর্ণ করতে হলে প্রথমে নিজে এবং নিজের বিবেক কে পরিবর্তন করতে হবে। আমাদের সুস্থ বিবেক পরিবর্তন হলে আমাদের সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। লেখক মোঃসিদ্দিকুর রহমান আদিল

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০