February 29, 2020, 8:44 am

#
ব্রেকিং নিউজঃ

বনলতা সেন💘 By ভাইজান!!

বনলতা সেন💘

—— ভাইজান
———————
কে তুমি? তুমি কে?
ভেবে ভেবে আমি অবাক হই,
তাইতো তোমাকেই কল্পনা করে
আমি তিমির রাত্রিতে জেগে রই !!

কি আছে তোমার ঐ অপরুপ দু’নয়নে?
কেন এতো তোমাতে মায়া?
আমার ভাবনার আকাশে এখন যে শুধু
তোমারই ভালোবাসার ছায়া !!

অগোছালো মেঘবর্ণের ঐ কালো কেশে
পেয়েছি আমি হারানো সুর,
ওগো চলনা তাহলে জাতি কূল সব ভুলে
পালিয়ে যাই দূর থেকে বহুদূর !!

জানো, এখন আর আমি শুধু তুমি ছাড়া
করিনা তো অন্য কোন ধ্যান,
তুমিই যে কোটি মানুষের ভিড়ে পাওয়া
আমার লক্ষী বনলতা সেন !!!

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯